নারী গৃহকর্মীকে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করা এবং নারী পাচারের অভিযোগে সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা দিলরুবা আক্তার তুহিন (৩০) ও বিবি কুলসুম (২৪)কে নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে সোনাইমেুড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলা ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোজাম্মেল মেম্বার বাড়ির মোশারেফ হোসেনের মেয়ে এবং বিবি কুলসুম (২৪) সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। লিখিত অভিযোগ ও ভিকটিম সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী সেনবাগ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদিকা দিলরুবা আক্তার তুহিন তার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে সোনাইামুড়ী উপজেলার কাশিপুর গ্রামের ফরহাদের মেয়ে শারমিন আক্তার(১৫)কে গৃহকর্মী হিসাবে কাজে নেন। কিছুদিন পর তুহিনের মা গাজী শাহীন আক্তার অপরিচিত লোকজন দিয়ে ভিকটিমকে দিয়ে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। একপর্যায়ে ভিকটিম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে রুমে আটকে রাখা হয়। পরবর্তীতে ভিকটিম শারমিনকে যুব মহিলা লীগ সাধারণ সম্পাদিকা দিলরুবা আক্তার তুহিনের সোনাইমুড়ীর ভাড়া বাসায় নিয়ে সেখানেও একই কায়দায় তাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। একপর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ সেবনে যৌন কাজে বাধ্য করা হয়।
অভিযুক্ত অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন নিজেকে নির্দোশ দাবী করে বলেন, সে একটি মহলের ষড়যন্ত্রের শিকার। এ ব্যাপারে সেনবাগ উপজেলা যুব মহিলা লীগ সভানেত্রী ফারভিন আক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, ওই ঘটনার সঙ্গে যুব মহিলা লীগ জড়িত নয়। ব্যাক্তি তুহিন জড়িত তিনি অপরাধীর বিচার ও শান্তি দাবী জানান।
ব্যাপারে সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মোঃ ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানার মানব পাচার আইনে মামলা হয়েছে। মামলা নং-১৮। আসামিদের বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।