দাপ্তরিক কাজ শেষে রাতে বের হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। খোঁজে বের করলেন শীতার্ত অসহায়দের। দেড়শ' শীতার্তের গায়ে তিনি জড়িয়ে দিলেন কম্বল।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মাঝে সোমবার রাত নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব কম্বল বিতরণ করেন ইউএনও অংগ্যজাই মারমা। উপজেলার মোগড়া বাজার, আখাউড়া রেলওয়ে স্টেশন, খড়মপুর মাজার, আজমপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি। এ সময় শীতার্তরা সরকার তথা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আখাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।
তাপস চক্রবর্তী ভোরের কাগজকে জানান, গত চার-পাঁচ দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতে ইউএনও কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব কম্বল আসে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।