ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানার পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি এবং আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্যসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান জানান, পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের আলোচিত বীরমুক্তিযোদ্ধার সন্তান রিয়াদ হত্যা মামালার প্রধান আসামি রাজু সিং (২৩) ও অপর আসামি রাতুল সিং (২৩) কে গাজীপুর উপজেলার কোনাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। রিয়াদ হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিপুল (২৪), রফিক (৩০) ও খোকন (২৮) কে গ্রেপ্তার করা হয়। বাকী আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে।
অপরদিকে গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, একাধিক মাদক ও নাশকতা মামলার আসামি উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে জসিম মিয়া (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত জসিমের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে এর আগেও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।