ময়মনসিংহের গফরগাঁওয়ে অটো রিকশার চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আঃ ছোবান মিয়ার মেয়ে। সোমবার সকালে গফরগাঁও টু বরমী সড়কে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিশু লামিয়া আক্তার সোমবার সকালে উথুরী খানাবাড়ি মসজিদের মক্তবের পাঠ শেষে গফরগাঁও টু বরমী সড়কের পাশ দিয়ে বাড়িতে ফিরছিলো। এ সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন অটো রিকশাটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।