পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সিকদার (৯৫) আজ বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
আগামী দিন সোমবার ভাণ্ডারিয়াস্থ লক্ষিপুরা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা পরিষদ সাবেক চেযারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাঁন এনায়েত করিম।