ভোলার দৌলতখানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সাহেবের দৌলতখানের বাসায় শুক্রবার জেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের ছিল উপচে পড়া ভিড়। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ডাক্তার রাজের বাবা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের বাসায়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকার স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আফতাব ইউসুফ রাজ ছাড়াও আরও রোগী দেখেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক এফ আর খান। গাইনি বিশেষজ্ঞ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের কনসালটেন্ট, ডাক্তার মোসাম্মৎ ইতি (এফ সি পি এস), বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ শামসুদ্দোহা তৌহিদ। শুক্রবার সকাল আটটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ডাক্তাররা শত শত রোগীকে সেবা প্রদান করেন।
দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর ইউনিয়ন থেকে ২ বছর বয়সী বাচ্চা নিয়ে আসা বিবি আমেনা বেগম জানান, আমাদের মত হতদরিদ্র গরিবদের রোগীর চিকিৎসা সেবা পাওয়া ছিল দুঃস্বপ্ন। ডাক্তার রাজের উসিলায় আমরা এ ব্যয় বহুল চিকিৎসা পেয়েছি সম্পূর্ণ বিনা পয়সায়। অনুরুপ কথা জানালেন নদী সিকস্তী ৩ মাস বয়সী বাচ্চার মা নাসরিনসহ নিলুফা ইয়াসমিন, লিজা আরও অনেকে।
উল্লেখ্য, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার রাজ করোনা কালীন সময় থেকে প্রতি মাসে নিয়মিত দৌলতখানে দুইদিন ফ্রি রোগী দেখে আসছেন।
বিকেল পাঁচটা পর্যন্ত রুপি দেখার কথা থাকলেও উপচে পড়া রোগী থাকায় ডাক্তার রাজ শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখেন।