ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসের সকাল ১১ টায় সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। পরে ৭১’এর কৃত্তি ও স্মৃতিচারণ করে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম মাহফুজুর রহমান মোরাদ, শেখ মোঃ মনিরুজ্জামান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ও বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে আমরা এখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হয়েছি। একই সাথে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে গড়ার স্বপ্ন দেখছি। সম্প্রতী, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মন্দাভাব বিরাজ করছে। এরপরও দেশের কোনো মানুষ খাদ্যাভাবে নেই। তাই বিশ্ব অর্থনীতি মন্দাভাব থাকা স্বত্তেও প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলার প্রত্যায় ব্যাক্ত করেন বক্তারা”।