সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক বিরোধী কার্যক্রমে জনমতসৃষ্টি ও বিজয় দিবসের তাৎপর্য বিষয়ের উপর আলোচনা ও দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মোহাম্মদ মহসীন খান। প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম বার, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী,জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামসুল ইসলাম খান মাসুম।
বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মাও.এনাম বিন ফজলুল হক, সদরের ফিল্ড সুপার ভাইজার মাও একেএম মোস্তফা কামাল. মাস্টার ট্্েরইনার মাও. জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক বিরোধী কার্যক্রমে জনমতসৃষ্টি ও বিজয় দিবসের তাৎপর্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় ইফার জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন মসজিদের ইমাম ইফার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।