সারাদেশে ৯টি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্য ৬ তলা বিশিষ্ট উচ্চবিদ্যালয়ের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মা ছড়া চা বাগানে নির্মাণাধীন উচ্চবিদ্যালয়ের কাজের মান ও বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টি পরিদর্শন করেন ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক রায়হানা তসলিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপণ্ডপ্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুল ইসলাম, মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি, জেমস ফিনলের ডেপুটি সিও মাইনুল ইসলাম।
অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ছয়তলা বিশিষ্ট নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়।