ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় বাজার আউটলেট শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ বুধবার দুপুরে ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নাঙ্গলকোট শাখা ব্যাবস্থাপক আবু নাঈমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাঙ্গলকোট শাখা সিনিয়র অফিসার ফয়সল আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন, দৌলখাঁড় আল আবরার ইসলামীয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা বাহাউদ্দিন, দৌলখাঁড় বাজার মসজিদ খতিব মাওলানা আবদুল কাদের, ব্যবসায়ী ইসমাঈল হোসেন, মজিবুল হক দয়াল, সমাজ সেবক আনোয়ার হোসেন, দৌলখাঁড় উচ্চবিদ্যালয় শিক্ষক রাসেল ইসলাম রাজু, ব্যাংকের গ্রাহক হেলাল উদ্দিন, ব্যবসায়ী মানিক তালুকদার, দৌলখাঁড় উচ্চবিদ্যালয় শিক্ষক হাফেজ সালা উদ্দিন মোল্লা, আবদুস সাদেক, ব্যবসায়ী আবদুল কাদের ওয়ালিম প্রমূখ।
বক্তারা ইসলামি ব্যাংকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অপপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানান এবং দৌলখাঁড় বাজার আউটলেট শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।