কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়াকে মঙ্গলবার রাতে ফুলেল শুভেচ্ছা জানান নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীরা ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ করেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি তৌহিদুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র সাদেক হোসেন।