চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশটায় রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্য স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একইস্থানে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বক্তব্য দেন, চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আজম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।