শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসকে উপলক্ষে ফেরি করে পতাকা বিক্রি করতে ঢাকা হতে রাজবাড়ীতে এসেছেন শিক্ষার্থী ইউসুফ আলী (২৩)। দিনে তিনি প্রায় ৫ হাজার টাকার পতাকা বিক্রি করে থাকেন।
শুধু তিনি নয়, তার মতো ৭ জন ঢাকা থেকে এসে রাজবাড়ীর বিভিন্নস্থানে এভাবে পতাকা বিক্রি করছেন। এ ছাড়া আরও অসংখ্য মৌসুমি পতাকা বিক্রেতা রয়েছেন।
বুধবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ীর প্রেসক্লাব এলাকায় শিক্ষার্থী পতাকা বিক্রেতা ইউছুফকে পতাকা বিক্রি করতে দেখা যায়।
তিনি বরিশালের মেহেন্দি গঞ্জ থানার দাদপুরের বাসিন্দা। এবং ঢাকা টঙ্গীতে ভাইয়ের বাসায় থাকেন। করোনাকালীন সময়ে টঙ্গী সরকারী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় তার পড়ালেখা বন্ধ হয়ে যায়।
ভ্রাম্যমান পতাকা বিক্রেতা ইউছুফ জানান, করোনাকালীন সময়ে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবার পর অর্থাভবে আর শুরু করতে পারেন নাই। এখন বিভিন্ন জাতীয় দিবস বা দলীয় বড় বড় প্রোগ্রামে জাতীয় পতাকা ও দলীয় ব্যাজ বিক্রি করেন। শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসকে উপলক্ষে পতাকা বিক্রি করতে তারা ৭ জন ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছেন। থাকবেন ১৬ ডিসেম্বর পর্যন্ত। এসব দিবসে দিনে জাতীয় পতাকা ও পতাকা সম্বলিত মাথার ব্যাজ প্রায় ৫ হাজার টাকার পতাকা বিক্রি করেন। তবে রাজবাড়ীতে কেমন হবে বুঝতে পারছেন না। কারণ আজ প্রথম দিন। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অনেকেই আগে পতাকা কেনায় এবার বিক্রি একটু কম হবে মনে করছেন।
তিনি আরও জানান, শুধু ফেরি করে না, পাইকারী ভাবেও এসব বিক্রি করেন। নিজেদের হাতে তৈরি করায় এই পতাকা গুলোর মানও ভালো। ছোট কাঠি পতাকা ১০, ছোট পতাকা ২০, আড়াই ফুট সাইজের ৫০, সাড়ে ৩ ফুট সাইজের ৮০ ও ৫ ফুট সাইজের ১শ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া মাথার ব্যাজ ১০ টাকা।
ক্রেতা ওয়াহিদুজ্জামান, সালাম ব্যপারী, অনিক মন্ডল জানান, দেশের লাল-সবুজ পতাকা দেখলে নিজের মধ্যে শিহরন জেগে ওঠে। সেই ভালবাসার জায়গা থেকে দেশের পতাকা কেনেন। এবং বিশেষ দিনগুলো দেশের পতাকা বহন করতে ভাল লাগে। ব্যাজ মাথায়, কাঠি পতাকা মোটর সাইকেল ও ছোট বাচ্চাদের জন্য এবং একটু বড় সাইজ বাসার ছাদে টানানোর জন্য কিনছেন। পতাকা দেখে বাচ্চারও খুশি হয়। শিশুরা দেশ সম্পর্কে ধারনা পায়। এখন রাস্তার অলিতে গলিতে পতাকা বিক্রেতাদের দেখা মিলছে।