রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজস্থলী এলাকাবাসী।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজস্থলীর বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক মেম্বার মোতালেব হোসেন, মহিলা মেম্বার ছালাম আক্তার, জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর সকালে উপজেলা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক স্থান থেকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস সন্ত্রাসীরা নিখোঁজ সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ ১০ দিন পার হয়ে গেলেও এখনো নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। তাই দ্রুত নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারসহ যারা অপহরণ করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান। তা না হলে রাজস্থলী উপজেলায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নিকট স্মারকলিপি পেশ করেন।
এসময় নিখোঁজ সালাউদ্দিনের ভাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান হোসেন মুন্না ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ৪ ডিসেম্বর শনিবার সকালে প্রতিদিনের ন্যায় রাজস্থলী উপজেলার উদ্যোসে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয় সালাউদ্দিন। কিন্তু গত ১০ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পেয়ে সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থলী থানার সাধারণ ডাইরি করেছেন সালাউদ্দিনের বড় ভাই আল আমিন। তিনি বলেন, সালাউদ্দিন দীর্ঘ দিন ধরে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় মাটি কাঁটা গাড়ি ভাড়া দিয়ে দেখা শোনা করে আসছেন। সালাউদ্দিনের পরিবারের দাবি ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়ায় সকালে একটি চায়ের দোকান থেকে জেএসএসের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেছেন বলে দাবি করেন। মানববন্ধনে একত্বতা ঘোষণা করেছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সহ আরো অনেক।
উল্লেখ্য, নিখোঁজ সালাউদ্দিন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে।