মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজীর সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিত ও মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, জেলা সহকারী কমিশনার আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ।
শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৫০ টি সাইকেল ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করেন।