রাষ্ট্র্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা সোহরাব আলীর দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাত সাড়ে নয়টায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে তাঁকে গার্ড অফ অনার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এরআগে বীরমুক্তিযোদ্ধা সোহরাব শনিবার বিকেল সাড়ে তিনটায় বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, সাত ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাযা রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের( ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মাহতাবুল আলম নুরী ও আবদুল মজিদসহ অনেকে। জানাযা শেষে রহনপুর খোয়াড়মোড়স্থ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।