শ্রীমঙ্গল শহরে বৃহস্পতিবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা একসাথে এ অভিযান পরিচালনা করেন।
আজ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের চৌমোহনা, স্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার ও পুরান বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্হিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যা- সন্ধীপ তালুকদার।
পৌরসভার পক্ষে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আবদুল করিম, কাউন্সিলর মীর এম এ সালাম, কাউন্সিলর মো. আলকাছ মিয়া ও কাউন্সিলর মো. ছাঁদ উদ্দিন।
পুলিশ প্রশাসনের পক্ষে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক(অপারেশন) একেএম ফজলুল হক, ট্রাফিক ইন্সপেক্টর ( শহর ও যানবহন) অমিতাভ শেখর চৌধুরী ও ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমুখ।
অভিযান পরিচালনাকালে শহরের ভেতর বিভিন্ন সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙ্গে দখলমুক্ত করা হয়। প্রশাসনের এ অভিযানকে পথচারী, শহরবাসী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল স্বাগত জানিয়েছে।