শ্রীমঙ্গলে রবি/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো উফশী বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রীড বীজ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ৬ হাজার ২৫০ জন কৃষকের মাঝে এসব বীজ, সার ও হাইব্রীড বীজ বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
পরে আনুষ্ঠানিকভাবে ২ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড বীজ বিতরন কর্মসুচির উদ্বোধন করা হয়।