ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে দায়ের করা আওয়ামী লীগ নেতার মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনার বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় বাজারে বিক্ষোভ মিছিল করেন। সোমবার বারোবাজার গিয়ে দেখা যায়, বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ কার্যালয়ে শতাধিক নেতা-কর্মী ভিড় করেছেন। এরপর সন্ধ্যায় তাঁরা বাজারে বিক্ষোভ মিছিল করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
মামলাটি করেছেন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। মামলায় যাঁদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে তাঁরা হলেন ছাত্রদলের বারোবাজার ইউনিয়ন কমিটির সভাপতি ও ফুলবাড়ি গ্রামের আবু হোসেনের ছেলে সোহেল রানা (২৪), সাধারণ সম্পাদক ও মঙ্গলপোতা গ্রামের সাহেব আলীর ছেলে শাওন আহম্মেদ (২৪), বিএনপি কর্মী ফুলবাড়ি গ্রামের রফি উদ্দিন সরদারের ছেলে মুনছুর আলী (৪৫), পিরোজপুর গ্রামের ভোলা জোয়ার্দ্দারের ছেলে শরিফুল ইসলাম (৪৫), বেলাট-দৌলতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৪০), ছাত্রদল কর্মী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব (২২) এবং হাসিলবাগ গ্রামের ফজলে খার ছেলে শাকিল খা (২৪)।
আবুল কালাম আজাদ দাবি করেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে এবং নাশকতা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম মোল্লা জানান, আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা মামলাটি তদন্ত করছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান।