খুলনার সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার বিপন্ন প্রাণী উল্লুক এখন শ্রীমঙ্গলে। উল্লুকের বৃহত্তম আবাসস্হল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্হিত লাউয়াছড়ায় অবমুক্তির জন্য গত ২ ডিসেম্বর উল্লুকটিকে খুলনা থেকে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গত ২ ডিসেম্বর খুলনা থেকে শ্রীমঙ্গলে নিয়ে আসার পর উল্লুকটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তিনি বলেন, উল্লুকটি অসুস্হ। কিছু খাচ্ছে না। এখানে এটির চিকিৎসা ও পরিচর্যা চলছে।
শ্রীমঙ্গলের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, সোমবার সন্ধ্যায় আমি লাউয়াছড়ায় রেসকিউ সেন্টারে উল্লুকটিকে দেখে এসেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। উল্লুকটি কৃমি ও অপুষ্টিতে ভুগছে।
এ ব্যাপারে জানতে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফর পারভেজ এর সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধভাবে পাঁচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে বিজিবি এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের খুলনা সদর রেঞ্জে আমাদের কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, খুলনা অঞ্চলে উল্লুকের আবাসস্হল না থাকায় আমরা এটিকে মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাঠিয়ে দিয়েছি।
ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চিকিৎসা ও পরিচর্যা শেষে উল্লুকটি সুস্হ হলে এটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেয়া হবে।