আজ ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া উপজেলা হানাদার মুক্ত হয়। দিনটি স্মরণীয় করে রাখতে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মুক্ত দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে আখাউড়া ডাকঘরের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে একইস্থানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা,পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ, বীর বাহার মালদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাখাওয়াত হোসেন খান স্বাধীন, দিপঙ্কর ঘোষ নয়ন, সৈয়দ যুবরাজ শাহ রাসেল, আনিছুজ্জামান খান, জিয়াউল হক খাদেম ধীমান প্রমুখ।
এদিকে, সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে ৭১ এর বীর শহীদদের স্মরণ করা হয়।