ঝিনাইদহের কালীগজ্ঞের বারোবাজার এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি বিএনপির নেতা-কর্মীরা এ বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে।
বারোবজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে তারা দলীয় কার্যালয়ে বসে ছিলেন। এ সময় চার মোটর সাইকেলে এসে দুর্বৃত্ত কয়েকটি বোমার বিষ্ফোরন ঘটায়।