ঝিনাইগাতী মুক্ত দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিজয় র্যালি ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে এক বিজয় র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নকান্ত সাংমা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।