জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নয়নের আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা জেলা যুবদল বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
আজ বিকালে মাগুরা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে শহরের ভায়না মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়না মোড় হতে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা ফায়ার সার্ভিস সংলগ্ন বিএনপি অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুবদল নেতা করিমুল ইসলাম প্রমূখ। বক্তারা অভিলন্বে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।