উপজেলা কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাসিরনগরস্থ আলহাজ মো: নাজির মিয়ার বাস ভবনে উপজেলা কৃষকলীগ আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলী আশরাফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব এস এম নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলী, যুগ্ম আহ্বায়ক হরিপদ ভৌমিক দুলাল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: কিরণ মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন,কৃষকলীগ নেতা বাচ্চু মিয়া তালুকদার,মো: অলি মিয়া,এডভোকেট মিজানুল হকসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তৃণমূল পর্যায়ে কৃষকলীগকে সংগঠিত ও শক্তিশালী করে কৃষকদের সংঘঠিত করার জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।