নাটোরের বড়াইগ্রামে টিসিবি'র পণ্য কেনাবেচা নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খোকশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খোকসা গ্রামের নকিমুদ্দিন মাঝির ছেলে রফিকুল ইসলাম (৩৫), বজলুল হক মজুমদারের ছেলে হাবিল মজুমদার (৪৫) ও তার ছেলে ফজলুল হক মজুমদার (১৭) আহত হয়েছে।
সূত্রে জানা যায়, টিসিবি' কার্ডধারী হাবিল মজুমদার পণ্য সংগ্রহ করে বিক্রি করেন। প্রতিবেশী রফিকুল সে পণ্য কেনার জন্য তাকে আগাম এক হাজার টাকা দেন। কিন্তু হাবিল তাকে পণ্য না দিয়ে ঘুরাতে থাকেন। পরে টাকা ফেরৎ চাইলে তা দিতেও গড়িমসি করেন। বৃহস্পতিবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।