রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগী ফার্ম কর্মচারী আল আমিন (১৭) ফার্ম থেকে নিখোঁজ হওয়ার ৮৪ দিন পর হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আল আমিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আকিদুল মোল্যার ছেলে। আল আমিনের হত্যাকারী ফার্ম মালিক মিজান, জুমাত ও সরয়ারকে ফাঁসির দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় খোর্দ্দমেগচামী বটতলা এলাকায় মেগচামী ও খোর্দ্দমেগচামী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সিরাজ মোল্যা, আঃ মাজেদ মোল্যা, ওমর মোল্যা, বদর উদ্দিন, লিয়াকত মোল্যা, সৈয়দ আলী মোল্যা, ছাবিনা বেগম প্রমুখ। পরে ফার্ম মালিক মিজান, জুমাত ও সরয়ারকে ফাঁসির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বক্তারা দ্রুত আল আমিন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান। নইলে তারা কঠোর কর্মর্সূচি গ্রহণ করবো।
উল্লেখ্য, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ আহাদ আলী ফকিরের ছেলে মিজানুর রহমানের মুরগী ফার্মে বেতনভূক্ত কর্মচারী হিসেবে কাজ করতো আল আমিন। রাতেও ফার্মে অবস্থান করতো। গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়া শেষে মুরগী ফার্মেই ঘুমিয়ে পরে। পরদিন সকালে আর তাকে পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়রী করেন আল আমিনের পিতা মোঃ আকিদুল মোল্লা। (বালিয়াকান্দি থানার নিখোঁজ ডায়রী নং ৪৫৩/২২)। পরে তিনি রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেন। ( মিসপি-৩৭২/২২)। মামলাটি রাজবাড়ী সিআইডি তদন্ত করছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলসিংহনাথ বিলের ধান ক্ষেত থেকে হাড়গোড় উদ্ধার করে। পড়ে থাকা বেল্ট দেখে আল আমিনের হাড়গোড় বলে সনাক্ত করে স্বজনরা।
মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার মেগচামী ইউনিয়নের বিল সিংহনাথ মৌজার একটি ধান ক্ষেতে হাড়গোড় পড়ে থাকতে দেখে বুধবার সকালে খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হয়ে হাড়গোড় উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ সময় রাজবাড়ী ও ফরিদপুর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সিআইডির ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, হাড়গোড় উদ্ধার করে মধুখালী থানা পুলিশ ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। সেখান থেকে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। তবে নিখোঁজ আল আমিনের মামাতো ভাই সাইমোন মোল্যা সেখানে পড়ে থাকা বেল্ট দেখে সনাক্ত করেন হাড়গোড় আল আমিনের। আমরা দ্রুতই সনাক্ত সহ তদন্ত কার্যক্রম আরও গতি এনে অপরাধী সনাক্ত করতে পারবো।