৬ বছর পর শনিবার ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নগর জুড়ে। সম্মেলনে নতুন কমিটি নিয়েও আলোচনা কানাঘুষা চলছে। আজ সকাল ১১টায় স্থানীয় সার্কিট হাউস মাঠে এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে লক্ষাধিক নেতা কর্মীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।
জানা গেছে সম্মেলনকে ঘিরে গত মাসখানেক সময় ধরেই জেলা সদর সহ জেলার বিভিন্ন স্থানে সাজ সজ¦ার প্রস্তুতি চলছে। তবে সুনিদিষ্ট তারিখটির জন্য অপেক্ষা করছিলেন সবাই। তারিখ নিয়ে অস্পষ্টতা কেটে যাওয়ায় গত ১৫ দিন ধরে ব্যানার ফেস্টুন টানানো, পোস্টার সাটানো ও তোরণ নির্মাণে ব্যাপক তোড়জোড় শুরু হয়।
এখন নগরীর প্রতি মোড়ে একাধিক নেতার শুভেচ্ছা সম্বলিত ব্যানার টানানো হয়েছে। দেয়াল গুলোতে প্যানা সাটানো হয়েছে। বিল বোর্ড গুলোতে শোভা পাচ্ছে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত শুভেচ্ছা বাণী। রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে শহর।
গাঙিনার পাড়, নতুনবাজার, চরপাড়া মোড়, টাউন হল মোড়, জিলা স্কুল মোড় সহ নগরীর বিভিণœ মোড়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সম্ভাব্য দলীয় পদ প্রত্যাশীরা এসব তোরণ নির্মাণ করেছেন। আবার তাদের শুভানুধ্যায়ীরাও একাধিক তোরণ নির্মাণ করে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মেলন অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। দেশের প্রধান দুই দলের বড় বড় সমাবেশগুলো এ মাঠেই অনুষ্ঠিত হয়। লক্ষাধিক লোকের উপস্থিতিতে মাঠের পুরো টাই ভরে যাবে বলে আয়োজকদের প্রত্যাশা। মাঠের দক্ষিণ পশ্চিম অংশে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য বিশাল মঞ্চ। অর্ধশতাধিক মাইক থাকবে মঞ্চ ও এর আশেপাশে।
আয়োজকরা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই মাঠ পূর্ণ হয়ে যাবে। জেলা উপজেলা থেকে নেতকার্মীরা বাস ট্রাক যোগে নির্ধারিত সময়েই সম্মেলন স্থলে পৌছাবেন বলে আশা আয়োজকদের। সহজ যোগাযোগ সুবিধার জন্য শুধু মাত্র গফরগাঁও থেকে ট্রেনে করে দলীয় নেতা কর্মীরা সম্মেলনে আসবেন। নেতা কর্মীদের সুবিধা অসুবিধা দেখার জন্য থাকবে বিশেষ স্বেচ্ছাসবেক বাহিনী। চলবে সাংস্কৃতিক অনুষ্টান।
সম্মেলনে আগামী দিনে কমিটি নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জণ। অনেকের ধারণা জেলা কমিটি বর্তমানেরটাই থেকে যাবে। কারো কারো ধারণা মূল দুটি পদে পরিবর্তন হতে পারে। অথবা ১টি পদেও পরিবর্তন হতে পারে। মহানগরের কমিটিতেও পরিবর্তন ঘটতে পারে দলীয় সূত্র জানিয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্মরণ কালে সবচেয়ে বড় সমাবেশ হবে আজকের সম্মেলনে।