ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান পদে বুধবার রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি নেতা শফিকুর রহমান বাবুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, খুরশিদ আলম চৌধুরী, হুমায়ুন কবির দুলালসহ এলাকার সমর্থকবৃন্দ।
মনোনয়ন পত্র জমা দান শেষে শফিকুর রহমান বাবুল চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জোড্ডা পূর্ব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। আমি এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।