মৌলভীবাজারের জুড়ীতে নিরবপদ সড়ক চাই (নিসচা) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সড়কে আহত ২ ব্যক্তিকে ২টি ছাগলও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) জুড়ী উপজেলার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।
নিরবপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসিমের পরিচালনায় সমাবেশে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, প্রভাষক জহিরুল ইসলাম লসরকার প্রমুখ।