সদ্য নির্বাচিত আ'লীগের প্রেসিডিয়াম সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন, সুস্থ জাঁতি গঠনে মা ও শিশুর সুস্থতার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু ও বঙ্গতাজের সোনার বাংলা গড়তে হলে অবশ্যই প্রতিটি মায়ের নিরাপদ প্রসব সেবা দিতে হবে। তবেই আমরা সুস্থ শিশু পাব, যে শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যত। “প্রতিটি গর্ভ হোক পরিকল্পিত প্রতিটি প্রসব হোক নিরাপদ” এ স্লোগানকে নিয়ে বুধবার দুপুরে উপজলা প্রশাসন, স্বাস্থ বিভাগ ও উপজলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় গাজীপুর কাপাসিয়ায় পাবুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গর্ভবতি মা সমাবেশে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর (ম্যাটস গাজীপুর) আবদুস সালাম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামসুল ইসলাম শাওন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দীন সেলিম, কাপাসিয়া ইউপি চেয়াম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুবিন খান, সহসভাপাতি শাকিল আহমদ প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় প্রায় ৫ শতাধিক গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ পরীক্ষা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও রক্তদাতা সংগ্রহ করা হয়।