গাজীপুরের কাপাসিয়া সদর বাস টার্মিনাল সংলগ্ন অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের একটি বিশেষ টিম মুরগী পরিবহনের পিকআপ থেকে ৬৪ কেজি গাঁজাসহ ১ জন কারবারিকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজ্ড কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ভৈরব হতে একটি ব্রয়লার মুরগীবাহী পিকআপ (রেজিঃ নম্বর: ঢাকাণ্ডমেট্রো-ন-২০-৫৩৯৪) করে গাঁজার বড় চালান গাজীপুরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পের আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি. এম মাজহারুল ইসলামের নেতৃত্বে কাপাসিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শামীম স্টোর এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে পিকআপটিতে তল্লাসী করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ময়মনসিংহের ধবাউড়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার আবদুর রশিদের পুত্র আসামি নীরব আহম্মেদ ইমরান (১৮) আটক করা হয়। এ সময় তার দখল হতে সর্বমোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা, ১ টি ব্রয়লার মুরগীবাহী পিকআপ, ১ টি মোবাইল ফোন ও নগদ ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরো জানান, অভিনব কায়দায় মুরগীবাহী পিকআপে মুরগীর কাঁচার নিচে প্লেন শিট দিয়ে আলাদা বক্স তৈরী করে গাঁজা পরিবহন করে। আসামি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এব্যাপের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন দেশি/বিদেশী মদ, বিয়ার) উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে সূত্রে জানানো হয়।