বরগুনার পাথরঘাটায় জেলা বিএনপি’র নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ৩টার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডে সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছগির হোসেন লিওনের বাস ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বাস ভবনে অবস্থানরত ছগির হোসেন লিওনের বাবা কাজেম আলী হাওলাদার (৬৫), মা আমেনা খাতুন (৫৫) এবং লিওনের বড় ভাই এর মেয়ে রিভা আক্তার (১৪) কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ৩ ভরি স্বর্ণা লংকারসহ ১৬ হাজার টাকা নিয়ে গেছে। পাথরঘাটা থানার ওসি মোঃ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিওনের বাবা কাজেম আলী জানান, রাত সাড়ে ৩টার সময় ৭/৮ জন মুখোশধারী কিশোর তার বাসার ষ্টীলের গেট ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে। পরে বাস ভবনের জানালার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে তাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ও ভাংচুর চালায়। পরে আলমীরাতে রাখা টাকা, স্বর্ণালংকার লুটে নেয়। কিশোর ডাকাত দল যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।