নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকদের দাবী এতে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২৫ নভেম্বর ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরের প্রাণকেন্দ্র শহীদ জহুরুল হক সড়কে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ভুলু জানান,শুক্রবার সৈয়দপুর শহরে সব দোকান বন্ধ থাকে। রাত প্রায় ৪ টার দিকে তিনি খবর পান দোকানে আগুন লেগেছে। এ কথা শুনে তিনি দোকানে এসে দেখেন আগুন জ্বলছে। পরে স্থানীয় দমকল বাহিনী এসে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের ভাড়াটিয়া মালিক সাজ্জাদ জানান,আগুনে পুড়ে গেছে ভুলু স্টোর ও তার গোডাউন ঘর,আসিফ স্টোর,ফয়সাল সেলুন,স্টাইল টাচ সেলুন,রাব্বি স্টোর ও সেন্টার এন্টারপ্রাইজ। এ দোকানগুলোর কোন মালামাল তারা উদ্ধার করতে পারেনি। অনেকটা চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক ভুলু বলেন,তার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। সাজ্জাদ জানান,তার ২ লাখ টাকার ক্ষতি। ফয়সালের ৩ লাখ টাকা, আসিফের ৩ লাখ টাকা, রাব্বি ও সেন্টার এন্টারপ্রাইজেরও ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
কিভাবে আগুনের সুত্রপাত হল তা নিশ্চিত নন কেউ। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে এমন মন্তব্য ফায়ার সার্ভিস সদস্যদের।