কয়েক বার তারিখ পরিবর্তনের করে ৮ বছর পর আগামী ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নবীনগর উপজেলা গঠিত, জেলার সর্ববৃহৎ এই উপজেলার সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান। সম্মেলনকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। পছন্দের প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় ও জেলা নেতাদের ছবি দিয়ে দলীয় নেতাকর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার প্রচারণা। নির্মাণ করা হচ্ছে শুভেচ্ছা তোরণ। গোটা উপজেলায় সাটানো হচ্ছে সম্মেলনের পোস্টার ও ব্যানার। নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ।
এর আগে ২১ মে, ১৬ জুলাই ও সর্বশেষ ২৯ অক্টোবর নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেও শেষ পর্যন্ত সম্মেলন করতে পারেনি দলটি। আগামী ২৭ নভেম্বর নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রের ও জেলার নির্দেশনা মোতাবেক সম্মেলন সফল করার লক্ষে গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্র জানায়, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আ.লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, প্রধান অতিথি আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ ছাড়া আ.লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, ক্যাপ্টেন (অব.) ড. এ বি তাজুল ইসলাম এমপি, মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৪ সালের ৬ জুন তৎকালীন এমপি ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও এম.এ. হালিমকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা আ.লীগের নতুন নেতৃত্বে কারা আসবেন তা নিয়েও যেন নেতাকর্মীদের মধ্যে জল্পনা কল্পনার অবসান নেই। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়েই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা।
সভাপতি পদে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও বর্তমান এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। তবে লড়াই হবে ফয়জুর রহমান বাদল ও মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের মাঝে এবং ওই দুই নেতার সমর্থদের মাঝে রয়েছে চাপা উত্তেজনা, এমন আভাস দিয়েছেন দলীয় নেতা কর্মীরা।
সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে, বর্তমান সাধারণ সম্পাদক এম.এ হালিম, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, ব্যারিস্টার জাকির আহম্মেদ, হাজী বোরহান উদ্দিন আহম্মেদ, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,গোলাম শাহরিয়ার বাদল, জহির উদ্দিন চৌধুরী শাহান ,জহির উদ্দিন সিদ্দিক টিটু,মোহাম্মদ জসিম উদ্দিন আহম্মেদ,নিয়াজুল হক কাজল, ও সফিকুল ইসলামের নাম শুনা যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের তিনজন মধ্যম সারির নেতা জানিয়েছেন, দুঃসময়ে যারা দল করেছে, আন্দোলন-সংগ্রাম করেছে, যাদের কাছে মন খোলে কথা বলা যায়,যারা দলীয় নেতা কর্মীদের বিপদে আপদে এগিয়ে আসেন, নবীনগরের উন্নয়নে এবং সর্বমহলে জনপ্রিয়তা ও দলের জন্য যাদের অবদান রয়েছে শীর্ষপদে এমন নেতাদের প্রয়োজন। অন্য একটি সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে দলের কোন্দল সৃষ্টি না করতে হয়তো, আগের কমিটিই বহাল থাকতে পারে এবং সাধারণ সম্পাদক পদে পরির্বতন আসলেও আসতে পারে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল জানান, সম্মেলন সফল করার জন্য কয়েকটি উপণ্ডকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি সম্মেলনস্থলে ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী জমায়েত হবে। তিনি আরও বলেন, স্বাধীন সার্বভৌম বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী, আ.লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সারথি হয়ে আমৃত্যু দলের জন্য এবং জনগনের কল্যাণেকাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রসংগত, উপজেলার ২১টি ইউনিয়নে সম্মেলন করার লক্ষে চলতি বছরের শুরুর দিকে দলটির পক্ষ থেকে একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন জটিলতার কারণে কোন ইউনিয়ন কমিটি নতুন করে গঠন করা হয়নি। পুরোনো কমিটি দিয়েই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।