উচ্চতর প্রশিক্ষণে ভারতে যাচ্ছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা। রোববার (২০ নভেম্বর) বিমানের একটি ফ্লাইটে মাঠ প্রশাসনের তৃতীয় মিড ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রামে ভারতে (২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত) ১২ দিনের প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন।
গত ১৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশী প্রশিক্ষণ বিভাগের উপণ্ড সচিব মৌসুমী সরকার রাখির স্বাক্ষরিত এক চিঠিতে প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ প্রশিক্ষণে ইউএনও সোনিয়া সুলতানা সহ দেশের মোট ৪০ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করছেন।