‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি রবি/২০২২-২০২৩ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিসের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এসএম শাহজাদা বলেন, ‘কৃষকরা হলো আমাদের অন্নদাতা। তারাই নতুন নতুন কৃষিপণ্য উদ্ভাবন ও উৎপাদন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ- আমাদের বাড়ির আঙিণার এক টুকরো জমিও যেন ফাঁকা না থাকে। নিজেরা উৎপাদন করে নিজেরাই খাব এবং রোগমুক্ত থাকবো।’
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান।