রবি প্রণোদনা বাবদ ২০২২-২৩ অর্থ বছরে সরাইল উপজেলার ৫শত কৃষক পেল বীজ ও সার। শনিবার সকালে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সরাইল সদর ও পাকশিমুল ইউনিয়নের মোট ৫ শত কৃষকের হাতে তুলে দেয়া হয়েছে এই প্রনোদনা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান প্রমূখ। কৃষি অফিস সূত্র জানায়, রবি প্রনোদনায় উপজেলার ৯টি ইউনিয়নের ২১৯০ জন কৃষক বীজ ও সার পাবেন। গতকাল সরাইল সদর ইউনিয়নের ২শত ও পাকশিমুল ইউনিয়নের ৩শত জন কৃষক পেয়েছেন। প্রত্যক কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ। সার পেয়েছেন ডিএপি ১০ ও এমওপি ১০ কেজি। বাকি ৭ ইউনিয়নের কৃষকরাও এই পরিমাণ সার বীজ পাবেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, সার ও বীজ পাওয়া থেকে তালিকার কোন কৃষক বাদ যাবে না। উপজেলার প্রায় ২ হাজার কৃষক পাবেন সরিষা বীজ। বাকি ১৯০ জন কৃষক পাবেন অন্যান্য বীজ।