সিরাজগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) রায়গঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠ চত্ত্বরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুর রাজ্জাক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মধুসূদন সন্ন্যাসী, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন তালুকদার, সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন খোন্দকার, অতিরিক্ত সচিব মোঃ আবদুল মমিন, সাংগঠনিক সচিব কে.এম ইউনুস রবিন, অর্থ সচিব মোঃ আবদুল ওহাব সেখ, প্রকাশনা সচিব মোঃ আবু হেলাল খাঁন, যুগ্ম প্রচার সচিব মোঃ আজিজুল হক, সাংস্কৃতিক সচিব মোঃ ওমর আলী সেখ, সমাজ কল্যাণ সচিব সুব্রত কুমার চক্রবর্তী, দপ্তর সচিব মোঃ আবদুর রাজ্জাক সেখ প্রমূখ। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭টি পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।