বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়াপড়শি কয় জিনে ভুতে ধরেছে কি করে বলি ওদের কেউআমায় ভালবেসেছে ভালবেসেছে।সেই গানের সুরের কন্ঠ এখন আর শোনা যাচ্ছে না। কালের আবর্তনে তাবিজ, তুমারের ব্যবহারের প্রচলনও কমে গেছে। বর্তমানে দৌলতখানের সেই অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ীদের পরিবারে চলছে দুর্দিন। তবুও তাবিজ, তুমার, কবজ বিক্রয় করে ৬ সদস্যের পরিবারের সংসার চালায় দৌলতখানের ইমাম হোসেন। মানদাতার আদলে এখনও হাট- বাজারে তাবিজ, তুমার বিক্রি ও তাবিজ বাধিয়া উপার্জন করছেন পোনার কান্দির ইমাম হোসেনের মত উপজেলার আরও অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ী। ভোলার দৌলতখান উপজেলার চরখলিফার কলাকোপা গ্রামের পোনার কান্দিতে প্রায় ১ শত ৫০ বছর ধরে বংশানুক্রমিক তাবিজের খোলস তৈরিকরণ, বাধাই ও বিক্রয় করে আসছেন এ পোনাররা। বর্তমানে এসব পোনারদের সংখ্যাও কমে গেছে। তবে আগের মতন এখন আর তাবিজ, কবজ, তুমারের চাহিদা নেই। খনকার-খলিফা, ঝাড়ফুঁকের প্রচলন ও তেমন নেই। মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটছেন আধুনিক চিকিৎসা জগতের বড় বড় ডাক্তারদের কাছে। তবুও মানদাতার আমলের সনাতন পদ্দতিতে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। আবার অনেকেই এপেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে সংসার চালাচ্ছেন। তবে তাবিজ, তুমারের খোলস তৈরিকরণ পোনারের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এব্যবসায় এখন আর উত্তরাধিকার হিসেবে কেহ আসতে চায় না জানালেন তারা। একসময় হাট বাজারে পাকপাঞ্জতনের তাবিজ, বিবাহের বর বন্ধ, বানটানা, বানকাটা, ভালোবাসায় আসক্ত, শত্রুকে বশকরা, তেলেসমাতি, জেলেদের জালে মাছ পাওয়া, শত্রু থেকে রক্ষা পাওয়া, সম্মান বৃদ্ধি, শিশুদের ঘুমের ঘরে দাঁত কাটা, বিছানায় প্রস্রাব করা, বদ হজম, বদ নজর লাগা, জি¦ন-ভুতের আছর ও বাতাস লাগা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ব্যবসা বাণিজ্যে সাফল্য ইত্যাদিতে এঅঞ্চলে তাবিজের বহুল প্রচলন ও ব্যবহার ছিল। ভোলার মেঘনা নদী উপকূলীয় এলাকা ওপাড়ে নোয়াখালী পশ্চিমে বরিশালের রীতিনীতি অনুযায়ী প্রতি ঘর-বাড়িতে তাবিজের ব্যবহার ছিল প্রচুর। সময়ের আর্বতনে এখন সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেকেই তাবিজে বিশ্বাস করেনা। কিছুদিন আগেও মানুষ মনে করত, তাবিজ ও তার ভেতরে থাকা দোয়া, আয়াত বা মন্ত্র রোগযন্ত্রণা থেকে রক্ষা করবে। তাবিজ ব্যবসায়ীরা জানায়, পোনার কান্দিতে তামা, ভেলি-রুপা ও লোহার তাবিজের খোলস তৈরি হতো। এখন আর তারা তা তৈরি করছেন না। বাজারের তৈরি তাবিজের খোলস ক্রয় করে তারা এখন শুধু বাধাই কাজ করে জীবিকা নির্বাহ করছেন।