মাদকদ্রব্য নির্মুলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরগুনার সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু জাহের’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ডাঃ তন্ময়, ওসি একেএম মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসাইন। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, সোহেলী পারভীন মালা, অ্যাড,এইচএম মনিরুল ইসলাম মনি, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।