ইট, পাথর আর কাঠের সভ্যতায় হারিয়ে যাচ্ছে সবুজ। এ অবস্থায় শৌখিন মানুষেরা সবুজ কে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ কর্মস্থলেই গড়ে তোলেন ছাঁদ বাগান। তেমনিই একটি ভবনের ছাদে উঠলেই চোখে পড়বে সবুজের সমারোহ। সারি সারি বিভিন্ন ফলের গাছ সেখানে রোপণ করা হয়েছে। কয়েক মাসের মধ্যেই সেখানে বিভিন্ন গাছে এসেছে ফলন। রোপণ করা হয়েছে বিভিন্ন ফলের গাছ। ছাঁদ বাগান পাখির কলকাকলিতে মুখর থাকে। এমন দৃশ্য কোনো আবাসিক ভবনের ছাদের নয়, এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভবনের ছাদের।
ভালো লাগা ও শখ থেকেই বিভিন্ন স্থান থেকে এসব ফলের গাছ সংগ্রহ করে উপজেলা পরিষদের ছাদে বাগান করেছেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির। ফলের বাগান করে তিনি যেমন আনন্দ পাচ্ছেন তেমনি বিশুদ্ধ ফল পাওয়া যাচ্ছে। এই ছাদের বাগান হয়ে উঠেছে প্রকৃতির এক টুকরো নির্মল উদ্যান। এখানে আছে অনেক ধরনের দুর্লভ গাছও। অনেক গাছে এর ইতোমধ্যে ফল এসেছে। এসব ফল দিয়ে চলছে অতিথি আপ্যায়নও। এ ছাঁদ বাগানের পুদিনা পাতা দিয়েই চা তৈরি করে সেবা প্রত্যাশীদের চা আপ্যায়ন করানো হয়। ছাঁদ বাগানে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ ভবনের ছাদে সারিবদ্ধ ভাবে বড় ড্রামে মাটি ভরাট করে প্রতিটি টবে লাগানো হয়েছে দেশি-বিদেশি মিলে প্রায় ৩০ ধরনের শতাধিক ফলের গাছ। এর মধ্যে দুর্লভ মিয়া জাকিবা সূর্য ডিম আমের গাছ রয়েছে। এখানে বারো মাসি কাটি মন আম, হাড়ি ভাঙ্গা আম, ব্রুনাই কিং আম, বারি মাল্টা-১, ভিয়েতনামী বারো মাসি মাল্টা, নাগ পুরি কমলা, দার্জিলিং কমলা, ঝুরি কমলা, চাইনিজ কমলা গাছ আছে। এছাড়াও ড্রাগন, সফেদা, রকমারি জামরুল, আঙুর, আপেল, আমড়া, ডালিম, লটকন সহ বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে। বারো মাসি আমের মুকুল এসেছে। একাধিক গাছে নাগপুরি কমলা, বারি মাল্টা-১, দার্জিলিং কমলা, ঝুরি কমলা গাছে ফল ধরেছে। এছাড়াও লেবুগাছে নতুন কুঁড়ি এসেছে। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির বলেন, শখ ও ভালো লাগা থেকেই উপজেলা পরিষদের ছাদে বাগান করেছি। বাগান করতে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার দপ্তরের অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারিরা। বিভিন্ন জায়গা থেকে বিরল প্রজাতির ফলের চারা সংগ্রহ করা হয়েছে। ছাঁদ বাগান রক্ষণাবেক্ষণ কৃষিদপ্তরের সবাই মিলে করি। তিনি আরও বলেন, ছাঁদ কৃষিতে খরচ খুবই কম হয়। স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে বিষমুক্ত ফল-সবজি খাওয়া সম্ভব। এতে পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হবে। আবাসিক ভবন বা সরকারি ভবনের ছাদে বাগান করা দরকার। কেউ করতে চাইলে তাদের জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।' গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, 'আমি ইতোমধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ছাঁদ বাগান পরিদর্শন করেছি। খুবই চমৎকার একটি বাগান করেছে উপজেলা কৃষিবিভাগ। এভাবেই প্রতিটি সরকারি ভবনের পাশাপাশি আবাসিক ভবনের ছাদেও বাগান করা প্রয়োজন। তাহলে আমাদের সবার পুষ্টির চাহিদা পূরণ হবে।'