অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত মত বিনিময় সভায় আসন্ন রবি মৌসুমে অনাবাদি ও পতিত জিম চাষাবাদের আওতায় আনয়ন এবং কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা, সার ও বীজ ডিলার এবং অগ্রসর কৃষকদের সাথে বুধবার সকালে আয়োজিত মত বিনিময় সভায় এ তাগাদা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মতবিনিময়ের আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, সার ও বীজ ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম ও কৃষক হেবজুল বারী। মত বিনিময় শেষে ১৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শাহানা বেগম- বলেন, 'আখাউড়ায় ১৭৪ ভাগ জমি ব্যবহার হয়। তার মানে এক জমি বছরে অন্তত দুইবার ব্যবহার পুরোপুরি হয়নি। কৃষক চাইলে ধানের পাশাপাশি সরিষা চাষ করে জমির ব্যবহার বাড়ানো যেতে পারে।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা বলেন, 'এ জেলায় কৃষি জমি বাড়ানোর সুযোগ নেই। তবে উৎপাদন বাড়ানোর দিকে আমরা নজর দিতে পারি আমরা। বসত বাড়ি, ছাদ, রাস্তার পাশে গাছ লাগাতে পারি আমরা।'
জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, 'সার্বিক পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জমির সড়বোত্তম ব্যবহার করতে হবে।'