ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মো.শিপন সিকদারের বিরোদ্ধে বীর মুক্তিযোদ্ধা সাইফুল হাসানের ভিটে বাড়ি দখলের পায়তারা ও তার পরিবারকে মামলা-হামলা দিয়ে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিপন সিকদার বীর মুক্তিযোদ্ধা সাইফুল হাসানের ছোট ভাই প্রয়াত শাহ আলম সিকদারের ছেলে।এসব অন্যায় ঘটনার প্রতিকার চেয়ে বীর মুক্তিযোদ্ধা সাইফুল হাসানের বড় মেয়ে ডাক্তার সুচীস্মিতা হাসান (অমি) মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করেছেন।বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নিতে আশুগঞ্জ উপজেলঅ নিবর্হাী কর্মকর্তা গ্রহন করতে নির্দেশ দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক।সাইফুল হাসান প্রবাসী হওয়ায় এবং তার কোন ছেলে সন্তান না থাকায় শিপন সিকদার জোরজবর-দস্তি করে সাইফুল হাসানের পৈত্রিক ভিটে বাড়ির জায়গা জোরে দখল করার চেষ্টা করছেন। সাইফুল হাসান প্রবাসী হওয়ায় তার বড় মেয়ে ডাক্তার সুচীস্মিতা হাসান (অমি) মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করেছেন। প্রবাসী সাইফুল হাসান ভিটে বাড়ির সাড়ে তিনশতক ভুমি তার বড় মেয়ে ডাক্তার সুচীস্মিতা হাসান (অমি )কে হেবা দলিল করে দেন প্রবাসী বাবা সাইফুল হাসান। সাইফুল হাসানের কোন মেয়ে এলাকায় অবস্থান না করায় এই জমিটি দেখভাল করেন তার ছোট ভাই সাব্বল সিকদার।সাব্বল সিকদার সাইফুল হাসানের নির্দেশে বাড়ির পুরাতন সীমানা প্রাচীর উঁচু করতে গেলে শিপন সিকদার বাধা প্রদান করে।শুধু তাই নয় এ ঘটনায় সাব্বল সিকদারের উপর শারিরিকভাবে নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শিপন সিকদার আশুগঞ্জ বাজারের ইসলামি ব্যাংক লিেিটডের একজন অস্থায়ী ক্লিনিার হিসাবে কাজ করেন।
এব্যাপারে সাব্বল সিকদার বওলেন,তিনি হার্টেও অপারেশনের রোগী॥ সাইফুল হাসান আমার বড় ভাই।আমাদেরকে পিতার মত লালন-পালণ করে আমাকে বড় করেছেন এবং এখনও প্রবাস থেকে আমাকে দেখাশুনা করেন। তাই তার নির্দেশে তার ভিটে বাড়িতে সীমানা প্রাছীর উঁচু করতে গেলে শিপন সিকদার কাজে বাধা দেন এবং আমাকে শারীরিকভাবে মারধর করেন।
বৃটেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সাইফুল হাসানের সাথে কথঅ বললে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,শিপন সিকদার এবং তার পরিবারের জন্য তিনি অনেক করেছেন।এখন তার ভিটে দখল করে নেওয়ার চেষ্টা করায় তিনি খুবই মর্মাহত।তিনি সরকার এবং দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার দাবী করেন।
এ ব্যাপারে শিপন সিকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমার বিরোদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে করা বীর মুক্তিযোদ্ধা মো.সাইফুল হাসানের মেয়ের করা আবেদনের কপি পেয়েছেন।দ্রুত তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।