পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম খান সহ ৫ নেতার জামিন না মঞ্জুর করে জেল- হাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার(১০ নভেম্বর) পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল- হাজতে প্রেরণ করেন। জামিন না মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন, নাজিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ঢাকা টাক্স বারে সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান দুলাল, নাজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রেজাউল করিম লিটন, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম পলাশ ও সাবেক সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা। আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাসার শামীম জানান, ওই দিন সকালে ৫ জন আসামি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। আগাম জামিন মেয়াদ শেষে বৃহস্পতিবার ১০ নভেম্বর শুনানীর দিন ধার্য্য রাখা হয়। উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে গত ৮ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের ৬০ নেতাকর্মী আহতসহ উপজেলা বিএনপির অফিস ভাংচুর করা হয়। পরে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান ফকির বাদী হয়ে শতাধীক নামীয় ও দুই শতাধীক অজ্ঞাত আসামি করে বিএনপি’র নেতা-কর্মীর নামে একটি মামলা দায়ের করেন।