উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটচাঁদপুরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের দারিদ্র্য বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর সুফল ভোগী সদস্যদের মাঝে বিনা মূল্যে মসুর বীজ বিতরণ, গরীব অসহায়দের মাঝে ভ্যান ও ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। এতে বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা মহাসিন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবদারপুর ইউপি চেয়ারম্যান আঃ মান্নান, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশনা ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন ম-ল, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ। সভা শেষে এমপি অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল নিজ হাতে ৪০জন চাষী ও মাঝে বীজ, ২০জনের মাঝে ভ্যান ও ২০জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করেন।