কালীগঞ্জ সরকারী মাহাতাব উদ্দিন কলেজের অধ্যক্ষের অফিসের পিছনে ব্যাপক হারে ফেনসিডিলের খালি বোতল পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে সাধারন শিক্ষার্থী ও অভিভাবকদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অথচ কলেজের অধ্যক্ষের অফিসের পেছনে পড়ে থাকা ফেনসিডিলের অসংখ্য খালি বোতল কে বা কারা সেবন করে ফেলছে তা কেউ নিশ্চিত নয়। কলেজে যত্রতত্র ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকায় সাধারন ছাত্র ছাত্রিরা অস্বস্থিতে পড়ছে। কে বা কারা কখন এবং কিভাবে কলেজ চত্বরে এসব মাদক পরিবহন এবং সেবন করে তা জানে না কলেজ কর্তৃপক্ষ। কলেজের সাধারন ছাত্র ছাত্রিদের মধ্যে শোরগোল চলছে এ ফেনসিডিল কে সেবন করে তা নিয়ে। আবার অনেকেই বলছেন এ মাদক ছাত্ররা সেবন করে না, কোন শিক্ষক কিংবা বহিরাগত মাদকসেবীরা কলেজ চত্তরে প্রবেশ করে নিরাপদে সেবন শেষে বতলটি ভবনের পেছনে ফেলে চলে যাচ্ছে। সরকারি এ কলেজটিতে প্রাচীরবেষ্টিত ৩ টি বড় গেইট রয়েছে,যা সন্ধ্যার কিছু পরেই বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র প্রতিষ্ঠান। আর এধরনের প্রতিষ্ঠান যদি মাদকের আখড়ায় পরিণত হয় তাহলে কীভাবে হবে? আমি দীর্ঘদিন ধরে অধ্যক্ষের অফিসের পূর্ব পাশে জানালার পাশে ফেনসিডিলের খালি বোতলের স্তুপ দেখছি।
এদিকে গত বছরের আগস্টে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, ব্যাপার টা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমি এটা দেখব।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম মোল্লা জানান, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজর ভবন ও তার আশপাশ এলাকায় মাদকসেবীদের কোনো আখড়া নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এমন কাজে কেউ জড়িত থাকলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।