ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের হাট এলাকার তাপসীডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করা ট্রাক্টর কিনে ট্রাকে করে নিজ বাড়ি যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। পথিমধ্যে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার দুধসর নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় জামাল মাহবুব নামে ১জনের মারা যাওয়ার খবর পেয়েছি। তার বাড়ি যশোর জেলার তাপসীডাঙ্গা গ্রামে।