শ্রীমঙ্গল উপজেলার নোয়াঁগাও এলাকা থেকে ৭ ফুট দৈর্ঘ্যরে ও ত১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউ-েশন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাপটিকে বন্যপ্রাণী বিভাগের কাছে হন্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের পরিচালক সজল দেব জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াঁগাও এলাকায় ধান কাটার সময় ধান ক্ষেতে কৃষকরা সাপটি দেখতে পায়। পরে উদয় নামের এক সিএনজি অটোরিকশা চালক বন্যপ্রাণী সেবা ফাউ-েশনকে খবর দেন।
সজল দেব বলেন, ' আমি ফোন পেয়ে ওই এলাকায় গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসি। তিনি আরো বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে এটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করি'।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম বলেন, অজগরটি আজ ( মঙ্গলবার) রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।