নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি)র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর এ উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয় সাহেব পাড়া থেকে বের করা হয় এক বিশাল র্যালি। র্যালিটি সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে রেলওয়ে স্টেশন হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়।
এরপুর্বে সেখানে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। ওই সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য বলেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোনায়মুল হক। এছাড়াও বক্তব্য বলেন উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম কমল,সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলামসহ অনেকে।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য বলেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্বাবধায়ক সাদেকুর রহমান। বিশেষ অতিথি সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন,বাংলাদেশ রেলওয়ের কর্ম ব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল,সংগঠনের উপদেষ্টা আজিজুল ইসলাম কমল, সহসভাপতি শহীদুল ইসলাম,নুরুজ্জামান,আরিফুর রহমানসহ অনেকে।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেমিনুল ইসলাম।
সভায় বিদ্যুৎ,গ্যাস,কয়লা নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন মাটির নিচে এ সকল সম্পদ একসময় শেষ হয়ে যাবে। তখন আমরা জ¦ালানী সংকটে পড়ব। তাই স্থায়ি সমাধান পেতে আমাদের কাজ করতে হবে। সমুদ্রের ঢেউ,বাতাস ও সূর্যের তাপকে কাজে লাগাতে হবে। আর এজন্য দক্ষ করে গড়ে তুলতে হবে প্রকৌশলীদের। প্রয়োজনে তাদেরকে দক্ষ করে তুলতে বাইরের দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকসরকে।